সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : আইপিএলের প্রস্তুতি নিতে শুক্রবার চেন্নাইয়ে পৌঁছালেন মহেন্দ্র সিং ধোনি । দেখতে কিছুটা মোটা লাগছে তাকে । যদিও আইপিএলের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত হচ্ছিলেন ধনী । তবে কি ধরনের শরীরের ওজন লকডাউন থাকাকালীন বাড়িতে থেকে বেড়ে গেল ? উঠছে সেই প্রশ্ন ? যদিও ধ্বনি বরাবর যেরকম ফিট থেকেছেন তার পক্ষে দিন কয়েকের পরিশ্রমে আবার নিজের শরীর ফিট করতে সক্ষম হয়েছেন একাধিকবার । ধনীর সাথে সাথে চেন্নাইতে পৌঁছেছে সুরেশ রায়না , দীপক চাহার , কেদার যাদব ও পিয়ুষ চাওলা । শনিবার থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে চেন্নাই সুপার কিংসের একসপ্তাহের শিবির ।
চেন্নাইয়ে হাজির হলেন ধোনি ও তার বাহিনী –
-Advertisement-