-Advertisement-

করোনা থেকে মুক্তি পাওয়ার পর , মায়ের জন্মদিনে বৃক্ষরোপণ অমিতাভ বচ্চনের –

শিরোনাম এই মুহূর্তে সাধারণ খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : করোনা থেকে সেরে ওঠার পরে এই প্রথম ঘরের বাইরে পা রাখলেন অমিতাভ বচ্চন । 44 বছরআগে মুম্বাইয়ে তাদের প্রথম বাড়ি প্রতীক্ষায় একটি গুলমোহর গাছ লাগিয়েছিলেন অমিতাভ । কিন্তু ঝড়ের কারণে সম্প্রতি সেই গাছটি নষ্ট হয়ে যায় । তাই 12 ই আগস্ট , মা তেজী বচ্চনের জন্মদিনে আরেকটি গুলমোহর গাছ লাগালেন সেইখানে । নিজের ব্লগে মাকে নিয়ে লিখেছেন অমিতাভ বচ্চন । অমিতাভ নিজের ব্লগে বলেছেন – “আমরা যেখানেই স্বিফট করতাম মা সেই বাড়ির ফুলের বাগান সাজিয়ে নিতেন নিজের মতন করে” মার রোজ ফুলের প্রয়োজন পড়তো , আমার মার সবথেকে প্রিয় ফুল ছিল গোলাপ ।

-Advertisement-

বিয়ের আগে মা যখন পাঞ্জাবের কলেজে পড়াতেন মায়ের ছাত্রছাত্রীরা করিডরে অপেক্ষা করতো । মায়ের সুন্দর শাড়ি আর মাথায় লাগানো ফুলের গন্ধে ছিল তার কারণ ।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-