সংবাদ ভাস্কর নিউজ : স্বাধীনতা দিবসের সকালে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত নডিহা ফুটবল মাঠ দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়, শেষমেষ উত্তেজনার জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারপিট বেঁধে যায়।
এই ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় । দীর্ঘক্ষণ পুলিশের উপস্থিতিতে অবশেষে ঘটনা নিয়ন্ত্রণে আসে। এই খবর পাওয়া মাত্রই দুর্গাপুর চার নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্র শেখর ব্যানার্জীও ঘটনাস্থলে উপস্থিত হন। এই ঘটনার জেরে ওই এলাকা একপ্রকার থমথমে হয়ে যায়।