সংবাদ ভাস্কর নিউজ : শনিবার সারা দেশের সাথে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় পালন করা হলো ভারত বর্ষের ৭৪ তম স্বাধীনতা দিবস। এদিন দুর্গাপুরের ইস্পাত নগরীর ধান্ডাবাগ এর পূর্বাভাস সবপেয়েছির আসর ও শ্রদ্ধা শিক্ষা সদন এর যৌথ উদ্যোগে দুর্গাপুরের ধান্ডা বাগ শ্রদ্ধা শিক্ষা সদনের মাঠে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করা হয়।

একইসাথে এই অনুষ্ঠানে বেশ কয়েকটি চারা গাছও রোপণ করা হয় শ্রদ্ধা শিক্ষা সদনের প্রাঙ্গণে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধা শিক্ষা সদনের সকল শিক্ষকগণ ও পূর্বাভাস সবপিয়েছি আসরের কর্মকর্তাগণ। এদিনের এই অনুষ্ঠানে বিশেষভাবে সামাজিক সচেতনতা কে বিশেষ ভাবে গুরুত্ব দিয়েই সমস্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয়।