-Advertisement-

কড়া ভাষায় এবার মুখ্যমন্ত্রী কে আক্রমণ সুজন চক্রবর্তীর –

কলকাতা শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : স্বাধীনতা দিবসের দিন তো আড্ডা মারার দিন নয়। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। রবিবার সাংবাদিকদের মুখোমুখি তিনি আরও বলেছেন, চা চক্রে রাজভবনে স্বাধীনতা দিবসের দিন মুখ‍্যমন্ত্রীর অনুপস্থিত এটা কখনো কাম্য নয়। মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনৈতি করতে শিখেছেন। আর কিছুই শেখেন নি। পাশাপাশি রাজ্যে প্রশাসনিক আধিকারিক বলে নেই গতকাল তা প্রমাণিত হয়েছে রাজ‍্যবাসির কাছে।

-Advertisement-

রাজ্যে করোনা ভয়াবহ পরিস্থিতিতে সিপিএম দলের তরফে রেড ভলেন্টিয়ারা মানুষের পাশে কাজ করছেন। শহরের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণকে আটকাতে স্যানিটাইজার করা হয়েছে। পাশাপাশি করোনার সংক্রমণের সংখ্যা যাতে আর বাড়তে না পারে সেই কারণে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে দলের তরফে।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-