-Advertisement-

করোনা সংক্রমণ প্রতিরোধে নাগরিক সচেতনতায় আই এম এর পুস্তিকা প্রকাশ ও মাস্ক বিতরণ –

পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : জেলায় সর্বত্র বাড়ছে করোনা সংক্রমণ। মাস্ক ব্যবহার ও সামাজিক দুরত্ব বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। সংক্রমণ প্রতিরোধে নাগরিক সচেতনতায় করোনা বিশ্ব মহামারী সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য সম্বলিত “সমাজকে সঠিক বার্তা দিন” পুস্তিকা প্রকাশ করল ইন্ডিয়ান মেডিক্যাল ত্রসোসিয়েশন। ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ছয় পাতার বইটির প্রকাশিত করা হয়। স্হানীয় নাগরিকদের হাতে বইটি বিলি করেন চিকিৎসকেরা।

-Advertisement-

রোগটির উপসর্গ কি থেকে সংক্রমণ প্রতিরোধ পরীক্ষা নিরিক্ষা চিকিৎসা পদ্ধতি হোম আইসোলেশনে সাবধানতা ইমিউনিটি বাড়াতে কি করনীয় বিস্তারিত ভাবে লিপিবদ্ধ করা রয়েছে এই বইয়ে। এছাড়াও আই এম এর চিকিৎসকেরা পথচলতি মানুষদের মুখে মাস্ক পরিয়ে নাগরিকদের সচেতন করেন। আই এম এ ভবনে কোভিড নিয়ে দীর্ঘ আলোচনা করেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ড: আশীষ কুমার বসু ও আই এম এ নিউ বারাকপুর মধ্যমগ্রাম শাখার সভাপতি ড: দেবতোষ দাস। করোনা অতিমারী থেকে সুস্হ থাকতে সচেতনতা ও সুরক্ষায় মাস্ক বাধ্যতামূলক এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে বলেন। করোনার বিরুদ্ধে প্রথম সারিতে থেকে লড়াই করছেন চিকিৎসকরা সহ স্বাস্হ্যকর্মী, নার্স এবং ত্রম্বুলেন্স চালকরা। নিউ বারাকপুরের কোভিড বীর যোদ্ধা বিশেষজ্ঞ ড: পংকজ কুমার অধিকারী বলেন সাধারন মানুষেরা করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না। সঠিক গাইডলাইন দিয়ে আই এম এর পুস্তিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ২৪জন করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে। ২৪ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৫জন। প্রান হারিয়েছেন ৬০জন। ২৪ঘন্টায় ৩১৩১৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে সুস্হতার হার ৭৩. ৫৭শতাংশ। এদিন উপস্হিত ছিলেন আইএমএর সম্পাদক ড: অপুর্ব পাঁজা, ড: অরুন কুমার হাজরা, ড: পীযূষ পানি ভৌমিক, ড: নিতাইপদ রায়, ড: অসিত চৌধুরী, ড: সুকুমার বিশ্বাস সহ স্হানীয় নাগরিকরা।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-