সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : আসানসোলের কোটিপতি ব্যক্তি আর এস চৌধুরীর গত বুধবারে আসানসোলের বাড়িতেই মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর পরেও এখনো পর্যন্ত ওই ব্যক্তির মৃতদেহটি তার বাড়িতেই দরজা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনার খবর পেয়ে ওই ব্যক্তির একমাত্র মেয়ে আমেরিকা থেকে আসানসোলে ছুটে এসেছে। কিন্তু আসানসোলে তাদের বাড়িতে আসতেই দেখা গেল এক অমানবিক চিত্রের প্রতিচ্ছবি। তার কারণ মৃত ওই ব্যক্তির ছেলে আমেরিকা ফেরত ওই ব্যক্তির কন্যা যখন বিশাল অট্টালিকা দরজা খুলতে সামনে গিয়েছিলেন ঠিক সেই মুহূর্তেই তাকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়। এমনটাই অভিযোগ করেছেন মৃত আর এস চৌধুরীর আমেরিকা ফেরত কন্যা। দীর্ঘ ৫ দিন যাবৎ মৃত আর এস চৌধুরীর মরদেহ তার ওই বাড়ির ভেতরেই একইভাবে পড়ে রয়েছে। যেহেতু তার মেয়েকে ওই ঘরে ঢুকতে এক প্রকার বাধা দেওয়া হচ্ছে তাই তার মেয়ে এই সম্পূর্ণ অভিযোগটি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পদস্থ আধিকারিকদের কাছে জানিয়েছেন। এই খবর পাওয়া মাত্রই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ভারপ্রাপ্ত আধিকারিকরা মৃত আর এস চৌধুরীর বাড়িতে উপস্থিত হয়। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মৃত ওই ব্যক্তির মেয়ে তার বাড়ির বাইরে অপেক্ষা করছে। মৃত ওই ব্যক্তির কন্যার এখন একটাই কাতর আবেদন যে আগে তার বাবার সৎকার করা হউক, তারপর পারিবারিক বিবাদের নিষ্পত্তি করা হবে। কিন্তু কোনও মতেই মৃত আর এস চৌধুরীর ছেলে এই কথাটি মানতে চাইছে না । তাই বিদেশ ফেরত মৃত ওই ব্যক্তির কন্যার এখন একটি ই প্রশ্ন যে ” সৎকার আগে না সম্পত্তি আগে ” । শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনার কোন নিষ্পত্তি হয়নি।
আগে সম্পত্তি না সৎকার , অমানবিক দৃশ্য আসানসোলে পাঁচদিন বাড়িতে পড়ে বৃদ্ধের মৃতদেহ –
-Advertisement-