সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : আবারো রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া বেহালা সরশুনা সরকার হার্ট লেনের রাখাল মুখার্জি রোডে। মৃত বাবার পচা গলা দেহ দু থেকে তিন দিন আগলে রাখে মানসিক ভারসাম্যহীন মেয়ে। আজকে পচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দিলে সরসুনা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। বাবা ও মেয়ে নীলাঞ্জনা চ্যাটার্জী এক সঙ্গে থাকতেন।
গত বছর ফেব্রুয়ারী মাসে দাদা দেবাশিস চ্যাটার্জী ও মে মাসে মা ছায়া চ্যাটার্জী মারা গেছেন। পুলিশ এর প্রাথমিক অনুমান বাবা রবীন্দ্রনাথ চ্যাটার্জি 90 বছর বয়স, বার্দ্ধক্ক জনিত কারণে মারা যায় দু-তিন দিন আগেই। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। মানসিক ভারসাম্যহীন মেয়েকে পরে নিয়ে যাওয়া হবে হসপিটালে। ঘটনাস্থলে সরশুনা থানার পুলিশ।