সংবাদ ভাস্কর নিউজ : দুর্গাপুর লাগোয়া কাঁকসা গ্রাম পঞ্চায়েতের অধীনে শিবপুর থেকে দুর্গাপুর শহরের ফুলঝোড় যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে | ওই পথ দিয়েই প্রতিনিয়ত অজস্র সাধারণ মানুষ যাতায়াত করে দুর্গাপুর ও শিবপুরের মধ্যে | কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যার ফলে ওই রাস্তায় প্রতিনিয়তই কোনও না কোনও ছোট বড় দুর্ঘটনা প্রায়শই ঘটে চলেছে |
আর বর্ষার সময় ওই রাস্তা দিয়ে যাতায়াত করাটা সাধারণ মানুষের মধ্যে একপ্রকার কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় | ওই এলাকার স্থানীয় মানুষেরা একাধিকবার রাস্তাটিকে সংস্কারের দাবিতে স্থানীয় পঞ্চায়েতে জানিয়েওছিলেন | কিন্তু সেক্ষেত্রে কোনও আশানুরূপ ফল পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে |
তাই ওই এলাকার সাধারণ জনগণ পুনরায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে আবেদন জানানোর ফলে ওই এলাকার পঞ্চয়েত সদস্য এই রাস্তা অবিলম্বে সংস্কারের বিষয়টিতে হস্তক্ষেপ করে জানিয়েছেন যে অনতিবিলম্বে এই রাস্তার সংস্কার করা হবে পঞ্চায়েতের পক্ষ থেকে | সম্প্রতি এই আশ্বাস পেয়ে একপ্রকার খুশি ওই এলাকার সাধারণ মানুষ থেকে পথ চলতি সকলেই |