সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক: ভারতবর্ষের টেলিকম সেক্টরে এখন পুরোপুরি একছত্র আধিপত্য মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio র । সাধ্যের মধ্যে সঠিক প্ল্যান ভাউচার , 4G নেটওয়ার্ক , ইন্টারনেট ও কল করার সুবিধা ভারতের যে কোন রাজ্যের যে কোন অঞ্চলে খুব মসৃণ ভাবে পরিষেবা দেয় এই Jio । কিন্তু এবার এই Jio কে টেক্কা দিতে ভারতের টেলিকমের বাজারে নতুন নাম ও লোগো নিয়ে আত্মপ্রকাশ করলো Vi । Vi হল ভোডাফোন ও আইডিয়া র একত্রিত একটা সংস্থা । একটা সময় ভোডাফোন ও আইডিয়ার ভালো মার্কেট ছিল ভারতের টেলিকম মার্কেটে । কিন্তু বর্তমানে Jio র একছত্র আধিপত্য এবং TRAI এর নির্দেশ এর ফলে ভোডাফোন , এয়ারটেল , আইডিয়া সমেত বহু টেলিকম সংস্থার ব্যবসা প্রায় বন্ধ হতে বসেছে । তাই নিজেদের ব্যবসা ভারতের টেলিকম মার্কেটে বাঁচিয়ে রাখতে এই নতুন সিদ্ধান্ত । এবার Vodafone Idea-র এই নতুন ব্র্যান্ড Vi-এর নতুন প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ………….
১) ২৪৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।
২) ২৯৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ২+২ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।
৩) ৩৯৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ৫৬ দিনের।
৪) ৫৯৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিনের।
৫) ১৪৯ টাকার প্ল্যানে মিলবে মোট ২ জিবি ইন্টারনেট ডেটা + ৩০০টি SMS। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।
৬) ৩৭৯ টাকার প্ল্যানে মিলবে মোট ৬ জিবি ইন্টারনেট ডেটা + ১০০০টি SMS। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিনের।
এ ছাড়াও রয়েছে একটি ২,৩৯৯ টাকার একটি বার্ষিক প্ল্যান। এই প্ল্যানে মিলবে মোট প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিনের। প্রতিটি প্ল্যানের ক্ষেত্রেই আনলিমিটেড টকটাইম পাওয়া যাবে।
SRC