-Advertisement-

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ডিপিএল এর ম্যানেজিং ডিরেক্টর আশীষ সাহার :

দুর্গাপুর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ : : দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড এর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর আশীষ সাহা করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন শনিবার | দুর্গাপুরের এর প্রাণকেন্দ্র সিটি সেন্টারের একটি বেসরকারী হাসপাতালে গত ৯ ই সেপ্টেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন আশীষ বাবু | এই বেসরকারী হাসপাতালেই তিনি কয়েকদিন চিকিৎসাধীনও ছিলেন | সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানতে পারাগেছে যে তাঁকে যখন এই হাসপাতালে নিয়ে আসা হয় , তখন থেকেই তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন |

-Advertisement-

তার শরীরে ফুসফুসের সংক্রমণ ছাড়াও একাধিক রোগের উপস্থিতি পাওয়া গিয়েছিলো | ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে | অবশেষে গত ১৯ শে সেপ্টেম্বর আশীষ বাবু শেষ নিঃস্বাস ত্যাগ করেন সিটি সেন্টারের ওই বেসরকারী হাসপাতালেই | মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর | তার এইরূপ মৃত্যুতে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড একইসাথে দুর্গাপুরবাসী ভীষণভাবে শোকগ্রস্ত |

By DG.

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published.

-Advertisement-