সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : প্রবীণ বাঙালি অভিনেতা 85 বছরের সৌমিত্র চ্যাটার্জীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরে শুক্রবার গভীর রাতে একটি বেসরকারি হাসপাতালের ICU’তে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ।
৫’ই অক্টোবর সৌমিত্র চ্যাটার্জীর করোনা পজিটিভ ধরা পড়ে এবং তিনি বেশ কয়েকটি comorbidities ভুগছিলেন। তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য তৎক্ষণাৎ ICU’তে স্থানান্তরিত করা হয় ।
যখন উনার করোনা ধরা পড়েছিল , উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল স্থিতিশীল অবস্থায়।
সূত্রের খবর – চ্যাটার্জি গত দু’দিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে এবং জ্বরে ভুগছিলেন । তিনি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্রের শুটিং করছিলেন।
সম্প্রতি জানা গিয়েছে যে অভিনেতার দীর্ঘস্থায়ী obstructive পালমোনারি disease সংক্রান্ত সমস্যা ছিল । গত বছর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন।
…AG