-Advertisement-

এই মাস থেকে খুলে যাচ্ছে স্কুল , পার্ক , সিনেমা হল ইত্যাদি , বিস্তারিত জানুন –

দেশের খবর শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক: অক্টোবর মাস পরে গেছে , সেইসঙ্গে আমরা করোনা আনলক-৫ এ পা রেখেছি । গতকাল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে , সাংস্কৃতিক হোক বা রাজনৈতিক অনুষ্ঠান এতদিন যেখানে 100 জনের যোগ দেওয়ার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছিল তা এখন থেকে 200 জন করা হয়েছে । এক্ষেত্রে রাজ্য সরকার পরিস্থিতি অনুযায়ী দেখে সিদ্ধান্ত নেবে ।

-Advertisement-

দুই , আনলক-৫ পর্বে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার । তবে তা কোনমতেই 50% আসনের ঊর্ধ্বে ব্যবহার করা যাবে না এবং সিনেমার দর্শকদের করোনার বিধি-নিষেধ অর্থাৎ মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার করা বাধ্যতামূলক । সিনেমা হল খুললে যে দর্শকদের ভিড় উপচে পড়বে সে কথা বলা বাহুল্য । বেশকিছু সিনেমা দর্শকরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে । তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো , রোহিত শেঠি পরিচালিত ওঅক্ষয়-ক্যাটরিনা অভিনীত “সূর্যবংশী” , কবীর

দুই , আনলক-৫ পর্বে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার । তবে তা কোনমতেই 50% আসনের ঊর্ধ্বে ব্যবহার করা যাবে না এবং সিনেমার দর্শকদের করোনার বিধি-নিষেধ অর্থাৎ মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার করা বাধ্যতামূলক । সিনেমা হল খুললে যে দর্শকদের ভিড় উপচে পড়বে সে কথা বলা বাহুল্য । বেশকিছু সিনেমা দর্শকরা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে । তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো , রোহিত শেঠি পরিচালিত ও অক্ষয়-ক্যাটরিনা অভিনীত “সূর্যবংশী” , কবীর খান পরিচালিত ও রণবীর সিং দীপিকা পাড়ুকোন অভিনীত কপিল দেব এর বায়োপিক “৮৩” , ডেডিড ধাওয়ান পরিচালিত বরুণ-সারা জুটির প্রথম ছবি কুলি নম্বর-১ , জেমস বন্ড সিরিজের ছবি নো টাইম টু ডাই- ইত্যাদি ইত্যাদি ।

-Advertisement-

তিন , ১৫ অক্টোবর থেকে সব স্কুল , টিউশন সেন্টার খুলে যাচ্ছে । তবে এ ক্ষেত্রে রাজ্য সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে । প্রত্যেক শিক্ষার্থীকে তাদের বাড়ি থেকে অভিভাবকের সম্মতিপত্র নিয়ে তবেই স্কুলে আসতে হবে । যদি কোন শিক্ষার্থী স্কুলে আসতে না চায় তাহলে তাকে জোর করা যাবেনা পরও সে বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারবে ।

-Advertisement-

তাছাড়া বিনোদন পার্ক সুইমিংপুল এগুলো সবই 15 ই অক্টোবর এর পর খুলে দেওয়া হচ্ছে । কিন্তু কনটেইনমেন্ট জোন গুলোতে 31 অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে ।

SRC

Share this page:

Leave a Reply

Your email address will not be published.

-Advertisement-