-Advertisement-

এবার করোনার হানা সলমন খানের বাড়িতে –

corona effect বিনোদন শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : করোনা মহামারির দাপট দিনকে দিন বেড়েই চলেছে । সে যখন তখন যার তার শরীরের মাধ্যমে প্রবেশ করে তার বাড়িতে ঢুকে পড়ে বাকি সবার মধ্যে ছড়িয়ে পড়ছে । এবারের নতুন সংযোজন হল অভিনেতা সলমন খান । আগামী ১৪ দিন তিনি সপরিবারে হোম আইসোলেশনে থাকবেন ।

-Advertisement-

কেননা তাঁর বাড়ির ড্রাইভার ও দুই কর্মী করোনার শিকার হয়েছেন । তাদের যাবতীয় চিকিৎসার খরচ সলমন নিজেই করবেন । সামনে তার বাবা-মায়ের বিবাহবার্ষিকী ছিল । কিন্তু তার বাড়িতে করোনা হানা দেওয়ায় তা স্থগিত করে দিলেন সলমন নিজেই ।

উল্লেখ্য এর আগে মার্চ মাসে গোটা ভারতবর্ষে যখন করোনা হানা দেয় তখন প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করার সঙ্গে সঙ্গে তিনি নিজেকে পানভেলের ফার্ম হাউসে ঘরবন্দী করে নেন । সেখানে সেই জমিতে চাষবাস করার সঙ্গে সঙ্গে তাঁর ভক্ত অনুগামী ও গোটা দেশবাসীকে করোনা থেকে দূরে থাকতে সরকারের নির্দেশিকা অনুযায়ী হোম আইসোলেশন ও সামাজিক দূরত্ববিধি মানতে নানা ভিডিয়ো ও গানও প্রকাশ করেছিলেন ।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published.

-Advertisement-