সংবাদ ভাস্কর নিউজ: বর্তমানে কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে সারা দেশের প্রতিটি রাজ্য থেকে কৃষকেরা একত্রিতভাবে এই আইনের বিরোধিতা করে আসছে এই আইন লাগু করার প্রথম দিন থেকেই | সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও কেন্দ্রের এই কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের পাশে দাঁড়িয়েছে |
যতোই দিন এগোচ্ছে ততোই ক্রমশ আরও তীব্র হচ্ছে এই কৃষক আন্দোলনের গতিধারা | তাই এরই প্রতিবাদে এদিন বাঁকুড়ার ৬০ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ কর্মসূচী প্রদর্শন করে INTUC ও বাম শ্রমিক সংগঠনের সমস্ত দলগুলি | তারা এদিন রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানায় কেন্দ্রের এই কৃষি আইনের বিরুদ্ধে | এদিন সকালে তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে বাঁকুড়া শহরের কেরানিকবাঁধ মোড়ে এসে একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে তীব্র প্রতিবাদ জানায় |
এর ফলে দীর্ঘক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পরে | এই বিক্ষোভ কর্মসূচীতে বহু কৃষকেরা লাঙ্গল , কাস্তে , কোদাল ও বিভিন্ন কৃষির সরঞ্জাম নিয়ে অংশগ্রহণ করেছিল | এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেন্দ্র যদি অবিলম্বে এই কৃষি আইনকে প্রত্যাখ্যান না করে , তবে এই আন্দোলনের রূপ ভবিষ্যতে যে আরও তীব্র হবে , সেই বিষয়ে সন্দেহের কোনও অবকাশ নেই |