সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : ঘরের ছেলে বলে নিজেকে অভিহিত করা শুভেন্দু অধিকারী আজ নিজের প্রচারে বেরোনোর সময় নন্দীগ্রামের সোনাচূড়া বাজারে পৌঁছাতে প্রচন্ড বিক্ষোভের মুখে পড়লেন ।
সূত্রের খবর , সোনাচূড়া বাজার দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন কিছু সবুজ সমর্থক তাকে জুতো , ঝ্যাঁটা ও কালো পতাকা দেখায় । তাছাড়া ভুতার মোড়ে এই নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি বেধে যায় । এক মহিলা সহ মোট ৩ জন আহত হয়েছেন । বিজেপির অভিযোগ , তৃণমূল সমর্থকরা তাদের ওপর চড়াও হয় । কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে যাওয়ায় পরিস্থিতি শান্ত হয় ।
শোনা যাচ্ছে , পূর্ণ পাত্র নামে এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায় । বিক্ষোভ রত তৃণমূল সমর্থকরা শুভেন্দুকে দেখে ‘গদ্দার’ বলে ডাকতে থাকে । কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন , আমাদের যুব মোর্চার কর্মীদের মারধর করে রক্তাক্ত করা হয়েছে । বুঝতে পারছি না পুলিস কী করছে । পূর্ণ পাত্র নামে এক বিজেপি কর্মীর অবস্থা সংকট জনক । এলাকার পুলিস যদি শাসকদলের সঙ্গে মিশে যায় তা হলে তা গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক ।