সংবাদ ভাস্কর নিউজ :
-Advertisement-
গত 1 লা ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা বেলায় নতুন বাস পরিষেবা চালু হলো রাজ্য সরকারের এই ভাবনাকে মানুষ স্বাগত জানায় মেটিয়াবুরুজ এস এস পি হাসপাতাল পর্যন্ত এই রুটি করা হয়েছে ভাইয়া সন্তোষপুর জিনজিরা বাজার তারাতলা বাস চলবে আধঘন্টা ছাড়া ছাড়া এই রুপটি নতুন হওয়ায় মানুষদের কাছে খুব সুখবর সারাদিনে তিনটি বাস এখন চালু করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষরা খবর।

খবর সঞ্জয় শ্রীবাস্তব
-Advertisement-