-Advertisement-

অ্যাডভেঞ্চার ড্রামা নিয়ে অন্য স্বাদে অক্ষয়ের ‘রাম সেতু’

বিনোদন


প্রিয়াঙ্কা আইচ ভৌমিক : ২০২২ সালের দিওয়ালিতে সিনেমার পর্দায় আসছে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’। ইতিমধ্যে সামনে এসেছে ‘রাম সেতু’র ফার্স্ট লুক। যা দেখে ভীষণ উৎসাহিত অক্ষয়ের অনুরাগীরা।

-Advertisement-

একেবারে ‘ইন্ডিয়ানা জোন্স’ কিংবা ‘ন্যাশনাল ট্রেজার’ এর মত অ্যাডভেঞ্চার ছবি স্বাদ পাওয়া যাচ্ছে সেই ফার্স্ট লুক থেকে। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর, ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে।

‘রাম সেতু’র পরিচালনায় অভিষেক শর্মা। রাম সেতু মিথ নাকি বাস্তব সেটাই এই ছবিতে খোঁজার চেষ্টা করবেন খিলাড়ি। ছবিতে অক্ষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভারুচা। চলতি বছর শুরুর দিকেই ‘রাম সেতু’ ছবির শ্যুটিং শেষ করেছেন অভিনেতা অক্ষয় কুমার।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published.

-Advertisement-