-Advertisement-

চারবছর পর কামব্যাক ছোটপর্দায়, লীনা গঙ্গোপাধ্যায়ে নতুন ধারাবাহিকে অপরাজিতা ঘোষ দাস ?

বিনোদন

প্রিয়াঙ্কা আইচ ভৌমিক : শেষ ধারাবাহিক ছিল ‘কুসুম দোলা’। তারপর আর ছোটপর্দায় সেভাবে দেখা যায়নি তাঁকে। মাঝে দু-একটা সিনেমায় কাজ করেছিলেন ঠিকই । কিন্তু, ছোটপর্দা থেকে দীর্ঘদিন বিরতি নেন অপরাজিতা ঘোষ দাস। খবর অনুযায়ী, প্রায় চার বছর পর ধারাবাহিকে কামব্যাক করতে চলেছে আকাশ-নীলের হিয়া ।

-Advertisement-

জানা যাচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে ।গত কয়েক বছর সংসার,সন্তান নিয়েই বেশি ব্যস্ত ছিলেন অভিনেত্রী। যদিও মাঝে তাঁকে দেখা গিয়েছে পোস্ত, রাজলক্ষ্মী শ্রীকান্ত’ -এর মতো ছবিতে যেখানে তাঁর অভিনয় পছন্দ করেছিলেন দর্শকরা।

যদিও কুসুম দোলায় নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
নতুন গল্প লিখছেন লীনা গঙ্গোপাধ্যায় । মূল চরিত্রে রয়েছেন সকলের প্রিয় ‘মোহর’ওরফে সোনামণি সাহা। অভিনেতা সপ্তর্ষি মৌলিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সোনামণি । আর এই সিরিয়ালে সেকেন্ড লিড হিসাবে থাকছেন অপরাজিতা ঘোষ দাস । প্রসঙ্গত, ‘এখানে আকাশ-নীল’-এ হিয়ার চরিত্রে বেশ জনপ্রিয়তা অর্জন করেন অপরাজিতা । এছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায় তাঁকে ।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-