-Advertisement-

মাঝ গঙ্গায় ভুটভুটি দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়

দক্ষিণ 24 পরগনা

সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার আকরার অরুণ মিস্ত্রি ঘাট থেকে হাওড়ার মানিকতলা ঘাটে আনুমানিক চারটে ত্রিশ নাগাদ ভুটভূটি নৌকায় যাওয়ার সময় চলন্ত নৌকা থেকে বছর কুড়ির এক যুবক পড়ে যাওয়ায় বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের দাবি ১০ টি বাইক এবং ৮০ জন যাত্রী নিয়ে ওভারলোডিং খেয়া পারাপারের জন্যই এই দুর্ঘটনাটি ঘটে।

-Advertisement-

নিয়ম অনুযায়ী ৫ টি বাইক এবং ৪০ জন যাত্রী নিয়ে খেয়া পারাপার করার কথা। গঙ্গায় পড়ে যাওয়া যুবকের সন্ধান এখনও পাওয়া যায়নি। কিন্তু অন্যান্য যাত্রীদের অভিযোগ বারবার বলা সত্ত্বেও মাঝিরা তাকে বাঁচাবার কোন প্রকার চেষ্টা করেনি বলে ভুটভুটি অফিস ভাঙচুর করে স্থানীয় উত্তেজিত জনতা।

খুব দ্রুত ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ এসে ভুটভুটি মালিক সুবোধ সামন্ত ও তার স্ত্রী শাশ্বতী সামন্তকে আটক করে মহেশতলা থানায় নিয়ে যায়। আপাতত এই ঘাট থেকে দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার সংযোগকারী সমস্ত প্রকার ফেরি সার্ভিস চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে রিভার পুলিশের ডুবুরিদের আসার জন্য অনুরোধ জানিয়েছে মহেশতলা থানার পুলিশ।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-