সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী। মৃতের নাম সন্তোষী বাউরি বয়স ১৪ । বুধবার অর্থাৎ ২৫ শে মে সকালে পরিবারের সকলের অলক্ষ্যে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয় ওই নবালিকা। পুরুলিয়া থানা এলাকার রঘুনাথপুরের মৌতড় গ্রাম এলাকার ঘটনা।
মৃত নাবালিকার বাবা ছোটন বাউরি জানান, এদিন সকাল ১০.৩০ মিনিট নাগাদ বাড়িতে কেউ ছিল না। সেই সময়েই ওই ছাত্রী বাড়ির মধ্যেই গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়িতে এসে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চেলিয়ামাতের বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
হঠাত্ করে কেন আত্মহত্যা করল ওই পড়ুয়া, তার কারণ স্পষ্ট নয় পরিবারের লোকজনদের কাছে। মৃতদেহটি পুরুলিয়ার হাতুয়াড়ায় গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।