-Advertisement-

করণের জন্মদিনে ঋত্বিকের ইশক সাবা এলো প্রকাশ্যে

বিনোদন

প্রিয়াঙ্কা আইচ ভৌমিক : করণের জন্মদিনের ঋত্বিকের ইশক্ সাবা জল্পনা ছিল দীর্ঘদিন ই। তবে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে সামনে এলো এই প্রথমবার। বলছি ঋত্বিক রোশনের প্রেমিকা সাবা আজাদের কথা। নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা স্পষ্টবাদী না হলেও, মাঝে মাঝে তাঁদের একসঙ্গে ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা।

-Advertisement-

তবে অবশেষে করণ জোহরের ৫০ বছরের বিলাস বহুল জন্মদিনের পার্টিতে নিজেদের যুগল হিসেবে সর্বসমক্ষে নিয়ে এলেন হৃত্বিক ও সাবা। এই প্রথমবার পার্টির রেড কার্পেটে একসঙ্গে হাতে হাতে রেখে দেখা গেল তাঁদের।


বুধবার মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে করণ জোহরের ৫০ বছরের জন্মদিন পালনের জমজমাট আয়োজন করা হয়েছিল। সেখানেই কালো পোশাকে প্রথমবার এমন যুগল রূপে দেখা গেল হৃত্বিক রোশন ও সাবা আজাদকে।

-Advertisement-

২০১৪ সালে সুজানের সঙ্গে বিচ্ছেদের পর এই প্রথম বার প্রেমিকাকে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোন সামাজিক অনুষ্ঠানে সামনে এলেন ঋত্বিক। গত জানুয়ারি মাসে প্রথম হৃত্বিক ও সাবা ডেট করছেন বলে খবর প্রকাশ্যে এসেছিল।
গায়িকা, সঙ্গীতশিল্পী একই সঙ্গে অভিনেতা সাবার সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার্স চোখে পড়ার মতো।

-Advertisement-

প্রসঙ্গত, দিল কাবাড্ডি ও মুঝসে ফ্রেন্ডশিপ করোগের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। নেটফ্লিক্সে ফিলস লাইক ইশক ও রকেট বয়েজ-এও কাজ করেছেন সাবা।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-