-Advertisement-

নারী সুরক্ষায় বাড়তি নজরদারির জন্য সদ্য গঠিত উইনার্স স্কোয়াড কে সঙ্গে নিয়ে রাতে বিশেষ অভিযান শুরু ট্রাফিক পুলিশের।

এক নজরে

সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ির কোতয়ালি থানা এলাকায় ইভটিজিং সহ নারীদের ওপর হওয়া নানান অপরাধ দমনে পথে নেমেছে মহিলা পুলিশ কর্মীদের নিয়ে গঠিত এই উইনার্স স্কোয়াড।

-Advertisement-

কালো পোশাক, কোমরে ব্যাটন, নতুন স্কুটি এবং সঙ্গে কন্ট্রোল রুমের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখার জন্য আধুনিক ব্যাবস্থা। এর সাহাজ্যেই জলপাইগুড়ি শহরে নারী সুরক্ষার কাজে ঝাঁপিয়ে পরেছে উইনার্স স্কোয়াডের সদস্যারা।

নারী সুরক্ষার পাশাপাশি পথচলতি দুচাকার চালকদের উপরেও রয়েছে নজর। এক হেলমেট বিহীন মহিলা স্কুটি চালকে থামিয়ে হেলমেট পরার উপকারিতা বুঝিয়ে দেবার দৃশ্যও দেখা গেছে শহরে।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-