সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : বাঘ বা সিংহ কে মানুষের সাথে তুলনা করলে মানুষ যত না খুশি হয় তার থেকেও বেশি রেগে যায় কুকুর বা শুয়োরের সাথে তুলনা করলে, যদিও কুকুর বা শুয়োর কোনোটাই আমাদের জনসমাজের নিকৃষ্ট প্রাণী নয় বরং আমাদের যথেষ্টই উপকারে আসে। কিন্তু তাও এমনটাই মানসিকতা চলে আসছে অনেকদিন থেকে।
কিন্তু, জাপানের এক ব্যাক্তি নিজেকে রূপান্তরিত করেছেন এক কুকুরের আকারে, তাও আবার ১২লাখ টাকা খরচ করে।
শুনতে আশ্চর্য লাগলেও ঘটনাটা কিন্তু বাস্তব। জাপানের টকো নামক এক ব্যাক্তি নিজের সঞ্চয়ের ১২লাখ টাকা খরচ করে নিজের আকারের এক কুকুরের কস্টিউম ডিজাইন করিয়েছেন নিজের জন্য।
টকো বলেছেন, “ বরাবরই আমার চারপেয়ে জন্তু ভীষণ পছন্দ, বিশেষ করে যারা বেশি কিউট। আমার শরীরের সাথে মানাসই হতে পারত একটি কুকুরই, তাই এই কুকুরের কস্টিউম।“
একটি ম্যাসকট কস্টিউম উৎপাদক সংস্থা জেপেট, ১২লাখ টাকায় বানিয়েছে এই কুকুরের কস্টিউম, প্রায় ৪০ দিনের পরিশ্রমের পরে তৈরি হয়েছে এই কস্টিউম। এই কুকুরের লেজ নাড়ানোর প্রসঙ্গতে টকো বলেছেন,
“এটাতে বাধা তো আছে, কিন্তু লেজ নাড়ানো সম্ভব, যদিও অতিরিক্ত লেজ নাড়ানো কস্টিউম টির সত্যতা প্রকাশ করে”।
টকো তার ইউটিউব চ্যানেলে নিজের এই মানুষ থেকে কুকুরের ট্রান্সফরমেশন এর ভিডিও ও পোস্ট করেছেন।