প্রিয়াঙ্কা আইচ ভৌমিক : ফাঁকা অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বলিউড শাহেনশাহ। এক ঝলক দেখে এমনটা মনে হতেই পারে। কিন্তু যে ব্যক্তিকে দেখে বলিউডের শাহেনশা মনে হচ্ছে। তিনি আসলে পুণের এক অধ্যাপক। তারকাদের মতো দেখতে অনেক মানুষের খোঁজই পাওয়া যায়।
কারও মুখের সঙ্গে তারকার মুখের মিল পাওয়া যায়, কেউ আবার শরীরী ভাষা নকল করে তারকাদের আদব-কায়দা নকল করেন। কিন্তু শশীকান্ত পেরওয়াল তার এই একটি ভিডিও দিয়ে ঝড় তুললেন নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইল দেখলেই পরিষ্কার হয় ব্যাপারটা।
এটাই প্রথম ভিডিও নয় এর আগেও অমিতাভের লুকে বহু ভিডিও পোস্ট করেছেন তিনি। পেশায় পুণের আইটিআই কলেজের অধ্যাপক তিনি। তবে নেশা অভিনয়ের।
তাঁকে অবিকল অমিতাভ বচ্চনের মতোই দেখতে। অমিতাভের সঙ্গে সাক্ষাৎও করেছিলেন তিনি। তার কীর্তিকলাপ রীতিমতো হিট অনুরাগীদের কাছে। রয়েছে লক্ষাধিক ফলোয়ারসও।