প্রিয়াঙ্কা আইচ ভৌমিক : ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবের শেষদিনে জয়জয়কার বাঙালি পরিচালক শৌনক সেনের।
শৌনক সেনের তৈরি তথ্যচিত্র ‘’অল দ্যাট ব্রিদস’ জিতে নিল ‘গোল্ডেন আই’ পুরস্কার। কানের স্পেশ্যাল স্ক্রিনিং সেগমেন্টেও দেখানো হয়েছে বিশেষ তথ্যচিত্রটি। শনিবার কান চলচ্চিত্র উৎসবে এই বিশেষ সম্মান তুলে দেওয়া হয় শৌনক সেনের হাতে। শৌনকের সাফল্যে, স্বাভাবিকভাবেই গর্বিত আপামর বাঙালি তথা দেশবাসী।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে গোল্ডেন আই পুরস্কার দেওয়া চালু হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। মূলত নেতিবাচক আবহে প্রতিটা জীবন যে কতটা গুরুত্বপূর্ণ, এই ভাবনা যে ছবিতে ফুটিয়ে তোলা হবে, তাকেই দেওয়া হয় এই স্বীকৃতি। চলচ্চিত্র উৎসবের কমিটি এবং ফরাসি লেখকদের একটি সংগঠনের যৌথ উদ্যোগে এই ‘গোল্ডেন আই’ পুরস্কার দেওয়া শুরু হয়।

শৌনক থাকেন দিল্লিতে। তাঁর তথ্যচিত্রটি ৯০ মিনিটের। মহম্মদ সৌদ এবং নদিম শেহজাদ নামের দুই ভাইয়ের আহত পাখিদের উদ্ধার করে তাদের বাঁচিয়ে রাখার কাহিনিই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। কান চলচ্চিত্র উৎসবের আগে সানড্যান্স চলচ্চিত্র উৎসবেও ‘ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জ্যুরি প্রাইজ’ জিতেছে ‘অল দ্যাট ব্রিদস’।