প্রিয়াঙ্কা আইচ ভৌমিক : আগামী ১৯ মার্চ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমির ২২ তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে আবু ধাবির ইয়াস আইল্যান্ডের এটিহাড অ্যারেনায়।
এবং এই ‘ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ -এর সঞ্চালনা করবেন বলিউড তারকা সলমন খান।
‘আইফা অ্যাওয়ার্ডস’-এর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট শেয়ার করে এই অনুষ্ঠান টির সম্মন্ধে এমনটাই জানানো হয়। সূত্রের মতে ‘আবুধাবিতে সঞ্চালনায় বেশ কিছু প্ল্যান মজাদার ভাবে সাজিয়ে রেখেছেন সালমান।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি ধামাল করবেন তা নিশ্চিত।’ খুব স্বাভাবিক ভাবেই খবরটা সামনে আসতে সালমান অনুরাগীদের উৎসাহ বেড়েছে দ্বিগুণ।