সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : বিজ্ঞানির নয়া আবিষ্কার, আবিষ্কার হলো নয়া প্রযুক্তি,এবার তার ছাড়াই বাড়ি, বাড়ি পৌঁছে যাবে বিদ্যুৎ পরিষেবা। ফ্রিজ , এসি সহ সব ইলেকট্রনিকস এবং ইলেকট্রিক সরঞ্জাম চলবে তার ছাড়াই।
বিজ্ঞানিদের নিত্য নতুন আবিষ্কারে পুরোনো জিনিসকে ফেলে দিয়ে আসছে নতুন প্রযুক্তি। মোবাইল ফোনে নেটওয়ার্ক চলেছে যে ভাবে এবার সেভাবেই এবার ফ্রিজ, এসি সমস্ত ইলেকট্রনিকস এবং ইলেকট্রিক জিনিস চলবে তার ছাড়াই।
এই অসম্ভব কে সম্ভব করেছেন “𝙐. 𝙎. 𝙉𝘼𝙑𝘼𝙇 𝙍𝙀𝙎𝙀𝘼𝙍𝘾𝙃 𝙇𝘼𝘽𝘼𝙏𝙊𝙍𝙔 ” বিজ্ঞানিরা। তবে এই পদ্ধতি ১৯৮০ সালে প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানি টেস্লা…, সেই সময় নাম করন করা হয় টেস্লা কয়েল । তবে এই বিজ্ঞানির মারা যাবার পর এই গবেষণা থেমে যায়।
তবে এতোদিন পর এই বিষয় নিয়ে গবেষণা করেন অন্যান্য বিজ্ঞানিরা, এবার সেই গবেষণাই সফল হয়। জানা গেছে কোনো তার ছাড়াই টেস্লা কয়েলের মাধ্যমেই বিদ্যুৎ সংযোগ করা সম্ভব হবে। আর যার মাধ্যমেই চলবে বিভিন্ন ইলেকট্রনিকস এবং ইলেকট্রিক জিনিসপত্র।