পার্থ মুখার্জি , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : প্রয়াত বিখ্যাত বলিউড সঙ্গীত শিল্পী K K , গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে সঙ্গীতানুষ্ঠান চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলিউড সংগীতশিল্পী K K ওরফে কৃষ্ণকুমার কুন্নথ। তড়িঘড়ি তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঠিক তার পর থেকেই ভারতীয় সংগীত জগতে নেমে আসে এক গভীর শোকের ছায়া। আর নেই K K , আর কখনো শোনা যাবে না তার অপূর্ব কন্ঠে গাওয়া গানগুলি। স্বভাবতই তার অনুগামী থেকে শুরু করে ভারতবর্ষের সঙ্গীত প্রিয় মানুষের কাছে নেমে আসে গভীর অন্ধকার।
শুধুমাত্র ভারতবর্ষেই নয় কৃষ্ণকুমার কূন্নথ ওরফে K K তার সংগীতের মাধ্যমে সারা বিশ্বের মানুষের মন জয় করেছিলেন সে বিষয়ে কোনরূপ সন্দেহের অবকাশ নেই। সঙ্গীতশিল্পী K K এর অকালপ্রয়াণে এমনই হাজারো স্মৃতি ভিড় করে এসেছে তাঁর অনুরাগী থেকে সহশিল্পী ও সহকর্মীদের মনের মাঝে। একসঙ্গে একই সিনেমায় প্রথম সাফল্য পেয়েছিলেন।
ফেলে আসা সেই সমস্ত দিনের স্মৃতি নিয়ে হাজির বিশাল ভরদ্বাজ। বিশাল জানিয়েছেন দিল্লি থেকে একই সাথে মুম্বই এর স্বপ্ন নগরীতে পাড়ি দিয়েছিলেন দু’জনে। তিনি এও জানিয়েছেন যে K K কে নিজের ছোট ভাইয়ের মতন দেখতেন। বিশাল ভরদ্বাজ তার টুইট বার্তায় এমনটাই মন্তব্য করেছেন।
মাচিশ সিনেমায় প্রথম দুজনা একসাথে কাজ করেছিলেন। গুলজার পরিচালিত এই সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছিলেন বিশাল ভরদ্বাজ। সালটা ছিল ১৯৯৬ , আর এই বছরেই সংগীতশিল্পী K K বিশাল ভরদ্বাজের পরিচালনাতেই গেয়েছিলেন সেই বিখ্যাত গান ” ছোড় আয়ে হাম ওহ গলিয়াঁ ” ।
যে গান মানুষের মনের মনিকোঠায় এক প্রকার জনপ্রিয়তার বীজ বপন করে ফেলেছিল সেই সময় থেকেই । ব্যাস তারপর থেকে আর ফিরে পেছনে তাকাতে হয়নি সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ তথা K K কে। একের পর এক নজরকাড়া হিট গান সাধারণ মানুষের কাছে উপহার দিয়েছেন K K , K K ’র সঙ্গে কাটানো বহু মুহূর্ত, অজস্র স্মৃতির কথা ফিরে এসেছে বিশাল ভরদ্বাজের করা ট্যুইটে।
বিশাল ভরদ্বাজের পরিচালনায় এরপরেও বহু গান গিয়েছেন K K । সংগীতশিল্পী K K এর এইরূপ অকাল প্রয়াণে বর্তমানে বর্ণনাহীন ভাবে শোকোস্তব্ধ সারা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সঙ্গীতপ্রিয় মানুষ এমনকি সংগীতমহল।