প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : ক্ষতবিক্ষত জওয়ান লুকেই কামব্যাক ফাইট শাহরুখের। ক্ষতবিক্ষত একটি চোখ ছাড়া পুরো মুখটাই ঢেকে আছে ব্যান্ডেজে। বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে আহত শের যুদ্ধের জন্য তৈরি।গত ২০১৮ সালে মুক্তি পেয়েছিল শেষ ছবি। তারপর আর বড় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। মাঝে বেশ কয়েকটা বছর কেটে গিয়েছে। রুপোলি পর্দার দর্শকরা পর্দায় কিং খানের জাদু দেখার অপেক্ষায় দিন গুনছেন। যদিও গত বছর বেশ কয়েকটা ছবির ঘোষণা করা হয়েছে।
একসঙ্গে বেশ কয়েকটি ছবি আসতে চলেছে তাঁর। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘পাঠান’ এবং রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডাঙ্কি’ আসছে শীঘ্রই। এর পাশাপাশি পরিচালক অ্যাটলির পরবর্তী ছবি ‘জওয়ান’ এ থাকতে চলেছেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ে ছবির নাম জানা যেতেই। বেশ কয়েক বছর ধরে হিট ছবির মুখ দেখেননি শাহরুখ ৷ শুধুমাত্র স্টারডম দিয়ে ছবি চলছে না ৷
নিজেকে প্রাসঙ্গিক করে রাখতে হলে একটা হিট ছবি চাই-ই চাই ৷ তাই এবার দক্ষিণী পরিচালকের হাত ধরলেন বাদশা ৷ পর্দায় রোম্যান্সও করবেন দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে৷এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে সনয়া মলহোত্র এবং সুনীল গ্রোভারকে। দর্শকরা অপেক্ষায় বসে রয়েছেন প্রিয় কিং খানকে পর্দায় দেখার জন্য। দেশ-বিদেশের বক্স অফিসে ঝড় তুলেছে একের পর এক দক্ষিণী ছবি ৷
সেই সাফল্যের ধাক্কায় অনেকটাই কোণঠাসা বলিউড৷ বিগ ভাবি দক্ষিণী পরিচালকের হাতে কিভাবে নিজেকে সামনে আনছেন শাহরুখ তা দেখার জন্য মুখিয়ে আছেন সবাই। আগামী বছর ২ জুন মুক্তি পাবে এই ছবি৷