প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : মোট ১১ টি বিভাগে মনোনীত হয়ে অস্কারের শীর্ষে জায়গা করে নিয়েছিল টড ফিলিপ্স পরিচালিত ছবি ‘জোকার’। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ‘জোকার’ অভিনেতা ওয়াকিন ফিনিক্স। এবার সেই জোকার ছবির সিকুয়েল আসতে চলেছে, ‘ জোকার ২’। ছবির নামও ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন পরিচালক। টড ফিলিপস তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির চিত্রনাট্যের প্রথম পাতা শেয়ার করেছেন।
ছবির নাম রেখেছেন জোকার: ফলি আ ডিউয়্ (Joker: Folie à Deux)। ফরাসি শব্দ ফলি আ ডিউয়্ এর অর্থ দুজনের উন্মাদনা।
এই নাম থেকে অনুমান করা হচ্ছে দর্শকরা হয়ত জোকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত অন্য একটি সুপরিচিত ডিসি চরিত্রের সাথে পরিচিত হতে চলেছে। এই ছবিতেই ওয়াকিন ফিনিক্স আবার একবার আসতে চলেছে শ্রেষ্ঠ ব্যাটম্যান ভিলেন হিসেবে। তবে তার সঙ্গে কে থাকবেন সেই নিয়ে চলছে জল্পনা।