প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : “প্লাস – মাইনাস” ও “টিভিএফ ব্যাচেলরস্” এর পরে এবার ওটিটি তে পা রাখতে চলেছে ভুবন বাম। “তাজা খবর” নামে ডিজনি প্লাস হটস্টারের এক মনোরঞ্জক সিরিজ আসতে চলেছে দর্শকদের সামনে। হুসেন এবং আব্বাস দালালের লেখা এই গল্পটি পরিচালনা করেছেন হিমাঙ্ক গৌর।
ভুবন বাম এর ইনস্টাগ্রাম পোস্ট থেকে এই ছবির নাম সম্মন্ধে জানা গেছে, যা এই চলতি বছরের শেষ এর দিকে মুক্তি পাবে।
ছবিগুলি শেয়ার করে ভুবন লিখেছেন, “আমার ওটিটি অভিষেকের জন্য আপনাদের শুভেচ্ছার দরকার। আপনাদের সমর্থন আমার জন্য আশীর্বাদ।“
ছোট্ট টাইটেল টিজারে ভুবনকে খবরের কাগজ ধরে থাকতে দেখা গেছে। যার নাম তাজা খবর।
গত বছর তিনি একটি ইউটিউব সিরিজ ঢিন্ডোরা’ র সঙ্গে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি নিজের নয়টি অবতারে অভিনয় করেছিলেন।
এবং এই সিরিজটির ইউটিউবে প্রকাশের কথায় ভুবন বাম বলেছেন যে, “ আমি এটা প্রমাণ করতে চেয়েছিলাম যে ইউটিউব শুধু শিক্ষানবিশ বা রস্টিং ভিডিও বা সময় কাটানোর ভিডিও প্রকাশ করার জায়গা নয়, আর এতদিন আমার দর্শককে ফ্রী তে আমার কন্টেন্ট দেখানোর পরে হটাত করে টাকা দিয়ে দেখতে বলা টা অন্যায়।“ তিনি এও বলেন যে ২০১৭ থেকে তিনি ওটিটি জগতে অভিনয়ের ডাক পাচ্ছিলেন কিন্তু তখন তিনি শুধু নিজেকে ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।