প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : শুটিং শেষ, মুক্তির অপেক্ষায় বিক্রম বেদা বলিউডের দুই সুপারস্টার হৃত্বিক রোশন ও সইফ আলি খানকে শীঘ্রই অভিনয় করতে দেখা যাবে বিক্রম বেদা ছবিতে। সম্প্রতি শেষ হল ছবির শুটিং। প্রযোজনা সংস্থার তরফ থেকে সামনে এল সেই ছবি। বলিউডের আগামী অ্যাকশন-থ্রিলার ‘বিক্রম বেদা’ পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বামী-স্ত্রী ডুয়ো পুষ্কর-গায়েত্রী ।
এই পরিচালকদ্বয়ের হাত ধরেই ২০১৭ সালে এই ছবির মূল ভার্সান অর্থাৎ তামিল ভাষাতে মুক্তি পেয়েছিল। অভিনেতা আর মাধবন ও বিজয় সেতুপতি -এর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের পর এবার হিন্দি রিমেক নিয়ে চিন্তাভাবনা করেছেন তাঁরা।হিন্দি রিমেকে বিক্রমের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে।
অন্যদিকে ভেদার চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক রোশন। বিক্রম-বেতাল থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে বিক্রম বেদা। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পাবে হৃত্বিক-সিফ জুটি এই ছবি।