প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : এই প্রথমবার সিনেমার পর্দায় টলি বলি কাঁপানো চার জুটি। সঞ্জয় দত্ত, সানি দেওল, জ্যাকি শ্রফ এবং মিঠুন চক্রবর্তী। আসতে চলেছে, পরিচালক বিবেক চৌহানের নতুন ছবি, “বাপ”।
জি স্টুডিও এবং আহমেদ খান -এর যৌথ প্রযোজনায়, প্রথমবার একসাথে বড় পর্দায় আসতে চলেছে এই চার মহারথী। যতদূর জানা যাচ্ছে, চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হতে পারে ছবির শ্যুটিং।
উল্লেখ্য, আশির দশকে বলিউডে একচেটিয়া অ্যাকশন ছবিতে কাজ করেছেন জ্যাকি, সঞ্জয়, সানি, মিঠুন। ‘যোদ্ধা’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সঞ্জয় দত্ত ও সানি দেওল।
‘খলনায়ক’-এ স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে জ্যাকি ও সঞ্জয়কে। ‘বর্ডার’ ও ‘ত্রিদেব’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন সানি ও জ্যাকি। এই চার তারকাকে একসঙ্গে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনে প্রেমীরা।
ছবির আনুষ্ঠনিক ঘোষণা না হলেও জানা যাচ্ছে, ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। এবার তাঁদের চারজনকে একসঙ্গে দেখার অপেক্ষায় ভক্তরা। বেশ বড়সড় ধমাকার অপেক্ষায় রয়েছে বলিপাড়াও।