সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমিতে রঞ্জি ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে মুম্বই ও উত্তরপ্রদেশ। তৃতীয় দিনের শেষে চালকের আসনে পৃথ্বী শ’র মুম্বই। ৩৪৬ রানের পাহাড় প্রমাণ লিড তাদের।
তবে বৃহস্পতিবার একেবারে দু’টি পৃথক কারণে খবরের শিরোনামে এলেন মুম্বইয়ের দুই ওপেনার-যশস্বী জয়সওয়াল ও পৃথ্বীশ।পৃথ্বী দ্রুত হাফ-সেঞ্চুরি করলেন। আর যশস্বী তাঁর প্রথম রান পেলেন ৫৪টি বল খেলার পর।
এক রান করেই ব্যাট তুললেন যশস্বী! ড্রেসিংরুম থেকে করতালি দিয়ে তাঁকে সতীর্থরা অভিবাদনও দেন। অত্যন্ত হাস্যকর এই ঘটনা খবরের শিরোনামে চলে আসে।
২০০৮ সালে এমনটা হয়েছিল রাহুল দ্রাবিড়ের সঙ্গে। সিডনিতে ৪০টি বল খেলার পরে প্রথম রান পেয়েছিলেন দ্রাবিড়। ফ্যানদের জন্য দ্রাবিড় ব্যাট তুলেছিলেন।