সংবাদ ভাস্কর :কলকাতা পুলিশের সূত্রে খবর ,2019 সালের এপ্রিল মাসে অনলাইন প্রতারণা সংখ্যা ২০০ ছিল।তারপরে ২০২০ এপ্রিল মাসে প্রতারণা সংখ্যা ছিল ৪০০ মত। 2021 সালে অনলাইন প্রতারণা সংখ্যা ছিল ৬০০ মত। কিন্তু 2022 সালের অনলাইন প্রচারণার সংখ্যা চার গুণ মানে ৮৭০ টি ।
পুলিশের দাবি ,নতুন কায়দায় আশ্রয় নিচ্ছে সাইবার প্রতারকরা। কলকাতা পুলিশ সূত্রে খবর , প্রতিটি থানার বিভিন্ন ক্লাব সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করা হচ্ছে । তারা যেন সাইবার প্রতারণার ফাঁদে পা না দেয় ।পুলিশ সূত্রে খবর কলকাতা পুলিশের সাইবার বিভাগের কর্মীদের চিন্তা বাড়ছে কেসের সংখ্যা নিয়ে।