প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : ফুচকা দোকানের সামনে গাড়ি থামিয়ে ফুচকা খেলেন বলিউডের কালীন ভাইয়া থুরি শেরদিল ‘গঙ্গারাম’। সৌজন্যে সৃজিত মুখোপাধ্যায়। আসলে সৃজিতের আগামী হিন্দি ছবি ‘শেরদিল : দ্য পিলিভিট সাগা’-য় পঙ্কজ অভিনয় করেছেন ‘গঙ্গারাম’ চরিত্রে। আর ‘শেরদিল : দ্য পিলিভিট সাগা’-র প্রচার সূত্রেই কলকাতায় এসেছিলেন পঙ্কজ৷ এই প্রথম তাঁর সঙ্গে কাজ করলেন সৃজিত।
দর্শক মজেছেন তাঁর অভিনয়ে ৷ আর তিনি মুগ্ধ কলকাতার আবেশে ৷ সেই প্রিয় শহরেই ঘুরে গেলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷ সোমবার কলকাতায় এসেছিলেন পঙ্কজ, ‘ওমকারা’, ‘রাবণ’, ‘নিউটন’, ‘গুন্ডে’-এর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ৷কলকাতায় শুধু আসা নয় ৷ বর্ষার কলকাতার আমেজ উপভোগ ও করলেন অভিনেতা ৷পঙ্কজের কলকাতা সফরে সাথে ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
মেঘঢাকা আকাশের নীচে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে চুটিয়ে ফুচকা খেলেন পঙ্কজ, বলিউড খ্যাত এই অভিনেতার স্ত্রী কলকাতারই মেয়ে ৷ তাই কলকাতার খাবার, সংস্কৃতির সঙ্গে তিনি দিব্যি পরিচিত।
প্রসঙ্গত, আগামী ২৪ জুন মুক্তি পাবে ‘শেরদিল : দ্য পিলিভিট সাগা’ সিনেমাটি।