সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার সকালে নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুরে ভুয়ো ডাক্তার গ্রেফতার হবার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর , বছর তিনেক ধরে অশোক মন্ডল নামে এক চিকিত্সক রাজপুর সোনারপুর পুরসভার একত্রিশ নং ওয়ার্ডের লস্করপুরে ঘর ভাড়া করে থাকছিলেন এবং নিজেকে চিকিত্সক পরিচয় দিয়ে রোগীদের চিকিত্সা করতেন।
মঙ্গলবার সকালে চেম্বারে বসে রোগী দেখছিলেন চিকিত্সক অশোকবাবু। কয়েক জন রোগীর পরিবার খেয়াল করেন , চিকিত্সক মদ্যপ অবস্থায় চিকিত্সা করছেন।
এ নিয়ে বচসা শুরু হলে চিকিত্সক অশোক মন্ডল রোগীদের পরিবারের সাথে দুর্ব্যবহার করেন। এরপর পুলিশ আসে। জানা যায় , অন্য চিকিত্সকের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে অশোক মন্ডল রোগী দেখার কাজ করেন।
অভিযুক্তের বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।