প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া ক্যুইন সারা তেন্ডুলকর। প্রাক্তন ইন্ডিয়ান ব্যাটসম্যান শচীন তেন্ডুলকরের কন্যা তিনি। নিয়মিত সোশ্যাল মিডিয়া তে ভাইরাল হচ্ছে তার ছবি। সম্প্রতি একটি ফটোশুট এর ভিডিও ভাইরাল হয়েছে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে।
সারার ছবি এবং তাঁর পোস্ট প্রায়ই ভাইরাল হয়। বেশ কিছু অ্যাড ভিডিওতেও কাজ করেছেন তিনি এবং সেগুলো যথারীতি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
কিছুদিন আগে একটি পোষাকের ব্র্যান্ডের বিজ্ঞাপন o শুট করেছিলেন তিনি।
সারা কিছুদিন আগে বেড়াতে গেছিলেন গোয়াতে, এর থেকেই অনুমান করা যাচ্ছে হয়তো সম্পূর্ণ ফটো শুট টি হয়েছে গোয়া তেই।
তবে ২৪বছর বয়সী মাস্টার ব্লাস্টার কন্যা কি পা রাখতে চলেছেন বলিউড দুনিয়ায়? এই নিয়ে অনুরাগী মহলে জল্পনা এখন তুঙ্গে।

এর ই মধ্যে সারার বিভিন্ন ফটো শুট ও বিজ্ঞাপন এর শুটিং এর ভিডিও আরও বেশি করে সারার বলিউড এ পা বাড়ানোর কথাটি নিশ্চিত করে তুলছে। তবে এখনও কোনও আনুষ্ঠানিক ভাবে ব্যাপারটি নিশ্চিত করা হয়নি।

কিন্তু সারা পরপর প্রচুর ফটোশুট, বিজ্ঞাপন এবং প্রোফাইল শ্যুট করেছেন। তার থেকেই অনুমান করা হচ্ছে সিনেমায় কাজ করতে দেখা যেতে পারে কিংবদন্তি ব্যাটারের কন্যাকে।