প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : বহুদিন ধরেই ‘পাঠান’ নিয়ে আলোচনা চলছে সর্বত্র। এই চর্চার মধ্যে শুভ দিনক্ষণ দেখেই ফার্স্ট লুকের ঝলক প্রকাশ্যে আনলেন শাহরুখ। সেই সঙ্গে প্রথমবার ইনস্টাগ্রামের লাইভে এলেন তিনি।

কথা বললেন অনুরাগীদের সঙ্গে। আজ, ২৫ জুন বলিউডে ৩০ বছর পূর্ণ করেছেন শাহরুখ খান। তাই এই দিনটিকেই ‘পাঠান’ লুক প্রকাশ করলেন তিনি। মোশন পোস্টারে মুক্তি পায় পাঠানের লুক।
২০২৩ এর ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’ ছবিটি।
বর্তমানে কিং খানকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা। ২৫০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবির হাত ধরে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন কিং খান। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ।
প্রযোজনায় আদিত্য চোপড়া। দানিশ আলম এবং সিদ্ধার্থ আনন্দ একজোট হয়ে ছবির চিত্রনাট্য তৈরি করেছেন। ‘পাঠান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে আবারও দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। জন আব্রাহামকে এই ছবির খলনায়কের চরিত্রে দেখা যাবে।