সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : চাষের জমি থেকে উদ্ধার সোকেট বোম। পুলিশ সূত্রে খবর ৪টি তাজা সকেট বোম পাওয়া গেছে। কার্যত বোবা নিষ্ক্রিয় করতে সিআইডি বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে আউশগ্রাম থানার বেলেন্ডা পঞ্চায়েতের উক্তা গ্রামের।
এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে রয়েছে আউসগ্রাম থানার পুলিশ।
মূলত চাষের কাজের জন্য জমিতে যান আর সেখানেই দেখেন সকেট বোমা পরে রয়েছে চাষের জমিতে।
উলেখ্য গত এক সপ্তাহে আগে এক কৃষক মাটি কোপাতে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা বোমা ফেটে যায় গুরুতর জখম হন রঞ্জন মেটে নামে এক কৃষক। ওই কৃষকের ডান হাতের কিছুটা অংশ বোমার আঘাতে উড়ে যায়।
এই ঘটনার পর আজও বোমা পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয়দের কৃষকদের দাবী, অবিলম্বে আউসগ্রাম থানার পুলিশের উচিত এলাকায় মজুত থাকা বোমা গুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হোক। ইচ্ছার এলাকা জুড়ে তদন্ত করা হোক চাষের জমিতে আরো বোমা মজুত রয়েছে কিনা।