প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : মা হচ্ছেন আলিয়া এপ্রিল মাসেই বিয়ে সেরেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। জুন মাসের শেষেই বিরাট সুখবর ঘোষণা করলেন আলিয়া। সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, মা হতে চলেছেন তিনি।
পোস্ট করার সঙ্গে সঙ্গেই বিরাট ভাইরাল হতে শুরু করেছে। ছবিতে দেখা যাচ্ছে, আলিকায় আলট্রা সাউন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন। দেখছেন তাঁর বহু সন্তানের প্রথম ছবি।ইন্সটাতে দুটি ছবি শেয়ার করেছেন আলিয়া।
প্রথম ছবিতে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তিনি সোনোগ্রাফি করছেন। কম্পিউটারের পর্দা ব্লার করা রয়েছে এবং এটিতে একটি হার্ট ইমোজি দেওয়া রয়েছে।
কম্পিউটার স্ক্রিনে শিশুটিকে দেখে আলেয়ার খুশির সীমা নেই। আলেয়ার পাশে কেউ বসে আছেন। তার পিঠ দেখা যাচ্ছে। ছবি দেখে মনে হচ্ছে তিনি রণবীর কাপুর হতে পারেন। দ্বিতীয় ছবিতে, আলিয়া একটি সিংহ সিংহী এবং তার সন্তানের একটি ছবি শেয়ার করেছেন।
এর মানে তার সংসার সম্পূর্ণ হতে চলেছে। আলিয়া রণবীরের সুখবর শোনার পর থেকেই শুভেচ্ছা বার্তা আসতে থাকে চারিদিক থেকে।