প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে “ফোন ভুত” সিনেমার প্রথম লুক। এক দিকে ইশান খট্টর, অন্য পাশে সিদ্ধান্ত চতুর্বেদী। মাঝে ক্যাটরিনা কইফ৷ চার দিকে ঘিরে রংবেরঙের আভা৷ ভুতুড়ে দুনিয়ায় নাকি? কৌতূহল হতেই পারে!
এ ভাবেই সামনে এল ‘ফোন ভূত’ ছবির প্রথম লুক৷ তাতে সম্পূর্ণ নতুন রূপে ধরা দিলেন নায়িকা। ছবির প্রথম লুক পোস্টার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা। সঙ্গে আমন্ত্রণ, ‘ফোন ভূতের জগতে আপনাদের সবাইকে স্বাগত।’
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে “ভুলভুলাইয়া ২” আর তার সেই ভৌতিক গল্পের রেশ ধরেই ক্যাটরিনা, ইশান, সিদ্ধান্তের এই নতুন ছবি, হাসি-মজায় ঘিরে ভুতুড়ে গল্প সাজিয়েছেন পরিচালক গুরমিত সিংহ। নতুন ছবি নিয়ে খুবই উত্তেজিত ক্যাটরিনা। নায়িকার ইনস্টাগ্রামে ঢুঁ মারলেও বেশ বোঝা যাচ্ছে সে কথা৷
২০২১ এর শেষ বার পর্দায় জুটি বেঁধেছিলেন অক্ষয় কুমারের সঙ্গে। বেশ অনেক দিন পরে দর্শকের সামনে আসতে চলেছেন নায়িকা। তবে ‘ফোন ভূত’ ছাড়াও বেশ কিছু ছবি তাঁর ঝুলিতে। সলমন খানের সঙ্গে ‘টাইগার ৩’, ফারহান আখতারের ‘জি লে জরা’, বিজয় সেতুপতির ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা যাবে নায়িকাকে।