প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : অমৃতসরের কাছে ভিকিউইন্ডে রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন দলবীর৷ তাঁর সঙ্গে রণদীপের আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছিল ‘সরবজিৎ’ ছবির শ্যুটিঙের সময় ৷ দলবীর, রণদীপকে বলেছিলেন তিনি তাঁর ভাইকে খুঁজে পান তাঁর মধ্যে ৷ অনুরোধ করেছিলেন তাঁর শেষকৃত্যের সময় রণদীপ যেন তাঁকে কাঁধে করে শেষকৃত্যের জন্য বহন করে নিয়ে যান৷
আর ঠিক এই কারণেই নিজের সমস্ত কাজের মধ্যে থেকে সময় বের করে রণদীপ হাজির হয়েছিলেন সরবজিত এর বোন, দলবীর কৌর এর শেষ কৃত্তে।
প্রসঙ্গত ২০১৬ সালে মুক্তি পায় তাঁর জীবননির্ভর ছবি ‘সরবজিৎ’৷ রণদীপের পাশাপাশি দলবীরের ভূমিকায় অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন ৷ ছবিতে রণদীপ অভিনয় করেছিলেন কেন্দ্রীয় চরিত্র ‘সরবজিৎ সিং’-এর ভূমিকায় ৷
বাস্তবে সরবজিৎকে ভারতের হয়ে পাকিস্তানের মাটিতে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসের অভিযোগে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট৷ এই অভিযোগ বরাবর অস্বীকার করেছে তাঁর পরিবার তথা ভারত ৷ প্রাণদণ্ড কার্যকর হওয়ার আগে ২০১৩ সালের এপ্রিল মাসে লাহৌরের সেন্ট্রাল জেল বা কোট লখপত জেলে অন্য কয়েদিদের আক্রমণে গুরুতর আহত হন তিনি ৷
কয়েক দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর ২ মে লাহৌরের জিন্না হাসপাতালে প্রয়াত হন ৪৯ বছর বয়সি সরবজিৎ৷
এই ছবির শ্যুটিঙে হৃদ্যতা হয় রণদীপ ও দলবীরের৷ তাঁর মৃত্যুতে শোকাহত নায়ক ইনস্টাগ্রামে লিখেছেন ‘‘শেষ বার যখন কথা হয়েছিল তিনি আমাকে অবশ্যই তাঁর বাড়িতে যেতে বলেছিলেন ৷ কিন্তু অবশেষে আমি যখন গেলাম, তখন তিনি আর নেই৷
দলবীর এর মৃত্যু তে গভীর ভাবে শোকাহত অভিনেতা।