সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : এজবাস্টন টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে ভারতের হয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজটা কাঁধে-কাঁধ মিলিয়ে করেছেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা ।
৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটাকে শক্ত হাতে টানলেন সিনিয়র-জুনিয়র মিলে। ১১১ বলে ১৪৬ রানের ভয়ডরহীন মারকুটে ক্রিকেট খেলে আউট হয়েছেন পন্থ। ৮৩ রানে দিনের শেষে অপরাজিত রয়েছেন জাদেজা।
ষষ্ঠ উইকেটে় জুটি বেঁধে ২২২ রান স্কোরবোর্ডে যোগ করেছেন তাঁরা। দেখতে গেলে এজবাস্টনে ঐতিহাসিক ২২২ রান এসেছে পন্থ-জাদেজার ব্যাট থেকে। ভেঙে চুরমার হয়ে গিয়েছে একাধিক রেকর্ড।