প্রিয়াঙ্কা আইচ ভৌমিক, সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : বাবার পরিচালনায় প্রথম ছবি! উৎসাহিত উজান রসগোল্লার ৪ বছর পর আবার বড় পর্দায় উজান গঙ্গোপাধ্যায়। ২৬ অগাস্ট, মুক্তি পাচ্ছে ‘লক্ষ্মী ছেলে’। ২৩ বছর অপেক্ষার পর অভিনেতা হিসেবে বাবার মুখে ‘অ্যাকশন’ শোনার সুযোগ পেলেন উজান। সৌজন্যে উইন্ডোজ প্রোডাকশন হাউজ।
বিশ্ব চিকিৎসক দিবসে জুনিয়ার ডাক্তারদের এক বাস্তব গল্প দেখাবে ‘লক্ষ্মী ছেলে’। উজানের প্রথম অভিনীত ছবি ‘রসগোল্লা’ ছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজের। দ্বিতীয় ছবিটিও প্রযোজনার দায়িত্বে রয়েছে উইন্ডোজই।
তাও আবার তাঁর বাবা পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনায়। উইন্ডোজের হয়ে এটাই কৌশিকের প্রথম পরিচালনা। ছবির শুটিং হয়েছে ২০১৯ সালে, করোনার আগে। তারপর অতিমারির তাণ্ডব ও লকডাউনে আটকে যায় ছবির রিলিজ়।
এই মুহূর্তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আছেন উজান। ইউনাইটেড কিংডম থেকেই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি ব্যক্ত করেছেন মনের কথা।