সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : আচমকা দার্জিলিং সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । প্রসঙ্গত, পাহাড়ে সদ্যই শেষ হয়েছে জিটিএ নির্বাচন। পাহাড়ে এখন হাওয়া বইছে অনীত থাপা গোষ্ঠীর।
আর নির্বাচন শেষ হওয়ার ঠিক পরই পাহাড়ে পা রাখলেন অজিত ডোভাল।তাঁর এই সফর ঘিরে তুমুল আলোড়ন পড়েছে পাহাড়ে।যদিও পাহাড়ের রাজনৈতিক মহলের একাংশ বলছেন, অজিত ডোভালের সঙ্গে তাঁর পরিবারও রয়েছেন। তাই এই সফর ব্যক্তিগত হলেও হতে পারে।
তবে, ডোভালের এই সফর নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। জানা গিয়েছে, শনিবার বাগডোগরা বিমানবন্দরে নামেন অজিত ডোভাল।
তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা। তারপর সেখান থেকে তিনি সোজা চলে যান কার্শিয়ংয়ের মকাইবাড়িতে। তবে হঠাত্ই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই পাহাড় সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে।