সংবাদ ভাস্কর নিউজ : পরিচালক অতনু বসুর ছবির ট্রেলার মুক্তি পাওয়ার সাথে সাথেই বেশ সাড়া পড়ে গেছে টলি পাড়া থেকে মহানায়ক এর অনুগামীদের মধ্যে, কারণ, চলতি মাসেই মুক্তি পেতে চলেছে মহানায়কের বায়োপিক, “অচেনা উত্তম”।
টলি পড়ার বেশ কিছু তারকাদের নিয়ে তৈরি হয়েছে এই ছবি, খোদ মহানায়কের ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়। সুচিত্রা সেনের ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। দিতিপ্রিয়া রায়কে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে। শাশ্বত-ঋতুপর্ণা ছাড়াও ছবিতে প্রায় ৭০জন নামকরা শিল্পী অভিনয় করছেন। গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন সম্পূর্ণা লাহিড়ি। সুপ্রিয়া দেবীর ভূমিকায় অভিনয় করবেন সায়ন্তনী রায়চৌধুরী।
কলকাতা ছাড়াও উত্তরবঙ্গের অনেক জায়গায় হয়েছে ছবির শ্যুটিং। রূপোলি পর্দার উত্তম থেকে নায়িকার উত্তম, কিংবা সাংসারিক উত্তম। মহানায়কের চরিত্রের সমস্ত দিকই নিজের ছবিতে তুলে আনার চেষ্টা করেছেন পরিচালক অতনু বসু।
এবার অপেক্ষা, দর্শকদের মনে কতটা জায়গা করেনিতে পারে “অচেনা উত্তম”। প্রসঙ্গত, এ বছর অগাস্টেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’।

মহানায়ক এর বায়োপিক, “অচেনা উত্তম” ট্রেলারে নজর কারলেন শাশ্বত:
-Advertisement-