প্রিয়াঙ্কা আইচ ভৌমিক , সংবাদ ভাস্কর বিনোদন ডেস্ক : দুজনকে খুব শীঘ্রই দেখা যাবে ‘শামশেরা’ ছবিতে। কদিন আগেই ট্রেলার নজর কেড়েছে সবার। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার উত্তাপ বাড়িয়েছে রণবীর বাণী জুটি। নতুন ফটোশুটে রণবীরের সিক্স প্যাক যেমন দৃষ্টি আকর্ষণ করল তেমনি রণবীর-বাণীর কেমিস্ট্রিও চোখে পড়ল সবার।
-Advertisement-
করণ মালহোত্রা পরিচালিত ‘শামশেরা’ ছবিতে ফের একবার পর্দায় দেখা যাবে সঞ্জয় দত্ত এবং রণবীর কাপুরকে । যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ছবিগুলি ৷
প্রসঙ্গত ছবির গল্পের পটভূমি ঊনিশ শতাব্দীর প্রথম ভাগ ৷ ব্রিটিশরা যাতে তাঁদের স্বাধীনতা ছিনিয়ে নিতে না-পারে সেইজন্যই লড়াই চালিয়ে যায় কিছু তথাকথিত ডাকাত ৷ তাদেরই একজন এই শামশেরা ৷