সংবাদ ভাস্কর ডিজিটাল ডেস্ক : আরো একবার সামনে চলে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির ঠান্ডা লড়াই। এবং এই তালিকায় ঋদ্ধিমান সাহার নামও জুড়ে গেল।
সচিন তেন্ডুলক, যুবরাজ সিং থেকে শুরু করে একাধিক তারকা বিসিসিআই সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও, শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করলেন না বিরাট।
গত কয়েক বছর সৌরভকে শুভেচ্ছা জানিয়ে এসেছেন ঋদ্ধি। তবে এ বার তিনি নিজেকে সরিয়ে রাখলেন। অনেকেই মনে করেন বিরাট কোহলির অধিনায়কত্ব যাওয়া নাকি সৌরভের জন্য। এমনকি ঋদ্ধির টেস্ট দল থেকে বাদ যাওয়ার নেপথ্যেও সৌরভের ভূমিকা আছে বলে মনে করে এক শ্রেণির ক্রিকেট মহল।
একটা সময় মিডিয়ার কাছে বোর্ডের নিয়ম না মেনে মুখ খোলেন বিরাট। শোনা যায় সেটা ভালোভাবে নেননি সৌরভ।এমনকি বিরাটকে সিরিজের মাঝখানে শোকজ করার ভাবনা ছিল বিসিসিআইয়ের।
শেষ পর্যন্ত সেটা না হলেও বিরাট বনাম সৌরভ সম্পর্কে যে চিড় ধরে গিয়েছিল সেটা বজায় রইল। একই দেশে রয়েছেন তাঁরা। তবু সৌরভের জন্মদিন ভুলেই গেলেন বিরাট? বোর্ড প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি ভারতের প্রাক্তন অধিনায়ক।